মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় হাসপাতাল ও ফার্মেসিতে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর মুন্সিগঞ্জ। এসময় দুইটি ফার্মেসি ও একটি হাসপাতালকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার ডাক বাংলা সংলগ্ন এলাকায় নির্বাহী ম্যাজস্ট্রেট ও শ্রীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ এর তত্ত্বাবধানে ও ঔষধ প্রশাসন, মুন্সিগঞ্জের সহকারি পরিচালক মাহবুব হোসেনের নির্দেশনায় এই অভিযান পরিচালনা হয়।
ঔষধ প্রশাসন, মুন্সিগঞ্জের সহকারি পরিচালক মাহবুব হোসেন জানান, অভিযানের সময় মেয়াদউত্তীর্ণ ঔষধ মজুদ, জীবনরক্ষাকারী তাপ সংবেদনশীল ঔষধ ও মেডিক্যাল পণ্য সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্স ছাড়া ঔষধ ব্যবসা পরিচালনা করার দায়ে শ্রীনগর মডার্ণ হাসপাতালকে ৫০ হাজার টাকা, মা বাবার দোয়া ফার্মেসীকে ১০ হাজার টাকা ও ইসলাম ফার্মেসী কে ৫ হাজার টাকা সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।