৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৩:৪৪
শ্রীনগরে সরকারি জায়গা ভরাটের অভিযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর বাগান বাড়িতে সরকারি জায়গার মাটি ভরাট করা হচ্ছে।

বাগানবাড়ির আব্দুল আলীর পুত্র অহিদুল সরদার (৪৩) ও সাইদুর সরদারের (৫০) বিরুদ্ধে এই জায়গা ভরাটের অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, শ্রীনগর-দোহার আন্ত:সড়কের বাগানবাড়ি হাবিব স্যানেটারী সংলগ্ন সড়কের দক্ষিণ পাশে জেলা পরিষদের জায়গাটি ভরাট করা হচ্ছে। সড়কের উপর টিনের বেড়া দিয়ে লোকচক্ষুর আড়ালে ড্রামট্রাকে করে বালু এনে ফেলা হচ্ছে।

জানা যায়, জেলা পরিষদের ওই জায়গা ও সাথে অর্পিত সম্পত্তি ভরাট করা হচ্ছে।

অহিদুল সরদার ও সাইদুল সরদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে দাবী করে বলেন, এটা তাদের মালিকানা সম্পত্তি।

জেলা পরিষদের জায়গা কিভাবে মালিকানা সম্পত্তি হয় এমন প্রশ্নের জবাবে তারা বলেন আমরা এভাবেই জায়গাটি ভরাট করে দিচ্ছি।

স্থানীয়রা জানান, এলাকায় অহিদুল সরদার ও সাইদুর সরদাদের বিরুদ্ধে সরকারি জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে। এলাকায় কে না জানে? এখন দেখছি কয়েকদিন ধরে সড়কের জায়গা ভরাট করছে। এর আগে অর্পিত সম্পত্তি নিজের নামে লিজ এনে মানুষের কাছে বিক্রি করার অভিযোগ তাদের বিরুদ্ধে এলাকার ৪০টি ভুক্তভোগী পরিবার তাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

স্থানীয় ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা উত্তম কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।

মুন্সিগঞ্জ জেলা পরিষদের সার্ভেয়ার মো. ইসমাঈল এ ব্যাপারে জানান, ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি। এ বিষয়ে দ্রুত নোটিশ পাঠানো হবে।

error: দুঃখিত!