মুন্সিগঞ্জ, ২৮ জানুয়ারি, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে সমাজসেবা মূলক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন ২জন বীর মুক্তিযোদ্ধা।
এরা হলেন বীর মুক্তিযোদ্ধা আনিছুল ইসলাম তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা শেষে তাদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা আক্তার।
এসময় সমাজসেবা মূলক কাজে বিশেষ অবদান রাখায় মুজিব শতবর্ষে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উপলক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ও কবি আনিছুল ইসলাম তালুকদার। তিনি বর্তমানে শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।
এ বিশেষ সম্মানে সম্মানিত করায় এ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সকল সদস্য শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার রহিমা আক্তার ও সমাজ সেবা কর্মকর্তা মাহফুজা পারভীন চৌধুরীসহ উপজেলা প্রশাসনের সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়া একই ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার। তিনি মুন্সীগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সদস্য ও উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হাসেন খাঁন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা সুক দেব সাহা, বীর মুক্তিযোদ্ধা এহসান খাঁন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান প্রমুখ।