ঢাকা–মাওয়া মহাসড়কে কেওটিয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের হেলপার নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীনগরে উপজেলার কেওটিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম মাসুম খান (৩৫)। এতে আরো ৫ জন আহত হয় বলে জানা গেছে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ সার্জেন্ট মো. হাসান জানান, আপন পরিবহনের যাত্রীবাহী বাস মাওয়া থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে ঢাকা মেট্রে–জ- ১৬ -০৯২৯ দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ট্রাক রাস্তার ঢালে নিচু জমিতে পড়ে উল্টে যায়। বাসের বেশ কিছু যাত্রী আহত হয় ও বাসের হেলপার ঘটনা স্থলে মারা যায়। পরে রেকার এসে বাসটিকে টেনে হাসাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।