৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:৪৩
শ্রীনগরে শহীদ মুনীর-শহীদ আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ সিরাজুম মুনীর-শহীদ নিজাম উদ্দিন আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার (১১ মার্চ) বিকাল ৪ টার দিকে উপজেলার বালাশুর বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত পাঠাগার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, বিশিষ্ট কথাসাহিত্যিক ও কবি আনিসুল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মুহাম্মদ শাহজাহান মিয়া, অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, অধ্যাপিকা ঝর্না রহমান, নাসির জুয়েল প্রমুখ।

পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন শ্রীনগর শাখার সভাপতি ডাঃ আব্দুল মালেক ভূঁইয়া ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক মুজিব রহমান।

error: দুঃখিত!