১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:৩২
শ্রীনগরে র‌্যাবের হাতে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের শ্রীনগরে হেরোইন ও ইয়াবাসহ মো.জুয়েল মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

সে উপজেলার দক্ষিন বালাশুর গ্রামের মৃত হাশেম মোল্লার পুত্র।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল, কোম্পানী কমান্ডার, সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি, এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ বালাশুর মৃত হাশেম মোল্লার পুত্র মোঃ জুয়েল মোল্লার বসত ঘরে এক অভিযান পরিচালনা করে। এ সময় তার ঘরে তল্লাশি করে ৮ গ্রাম হেরোইন, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩ শ’ টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৩ হাজার ১ শ’ টাকা।

এ ব্যাপারে শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে আসমীর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

error: দুঃখিত!