২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | ভোর ৫:১২
শ্রীনগরে রাস্তা রক্ষার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি রাস্তা রক্ষার দাবীতে মানব বন্ধন করেছেন ষোলঘর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা।

শুক্রবার সকালে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন এড.মোঃ কামরুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে গৃহহীনরা গৃহ পাবেন এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তবে এরই ধারাবাহিকতায় ষোলঘর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাজী পাড়ার ১ নং খাস খতিয়ানভুক্ত রাস্তাটির বেশ কিছু অংশ ভুমিহীনদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। একারনে এলাকার জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটি সংকুচিত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যাবে। রাস্তাটির পুর্ব দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও সাথেই রয়েছে নির্মানাধীন রেল লাইন। এ কারনে এই রাস্তাটি দিয়ে অত্র এলাকার কয়েক হাজার বাসিন্দা তাদের প্রয়োজনে ষোলঘর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমনকি উপজেলা সদরে যাতায়াত করতে স্বাচ্ছন্দবোধ করেন। যদি ভুমিহীনদের জন্য এ গুরুত্বপূর্ণ রাস্তাটি বরাদ্দ দেয়া হয় তবে এলাকাবাসীর চলাচলে অনেকটাই সমস্যায় পরতে হবে।

এলাকাবাসীর পক্ষ থেকে তিনি বলেন, আমার জানামতে রাস্তাটির খুব কাছাকাছি আরও একটি খাস ভুমি রয়েছে। যদি ঐ জমি ভুমিহীনদের নামে বরাদ্দ দেয়া হয় প্রয়োজনে সেটির উন্নয়নে তারা ভুমিহীন পরিবারকে আর্থিকভাবে সাহায্য করবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

তিনি প্রশাসনের প্রতি অনুরোধ করে বলেন, জনস্বার্থের কথা বিবেচনা করে দয়া করে আপনারা ভুমিহীনদের জন্য বরাদ্দ দেয়া রাস্তাটির পরিবর্তে পাশের খাস জায়গা বরাদ্দের ব্যবস্থা করবেন। 

স্থানীয়রা জানান, আমরা কয়েক পুরুষ ধরে এলাকায় সুখে শান্তিতে বসবাস করছি। আমরা একে অপরের পরিচিত ও আত্মীয়। আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি যদি ভুমিহীনদের নামে বরাদ্দ দেয়া হয় তবে রাস্তাটি আর চলাচলের উপযোগী থাকবেনা এবং কাজী পাড়ার ঐতিহ্য আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। আমরা আপনাদের (সাংবাদিক) মাধ্যমে রাস্তাটি রক্ষা করা ও উপযুক্ত জায়গায় ভুমিহীনদের জন্য বরাদ্দ করতে এ মানববন্ধনের মাধ্যমে মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ চৌধুরী, হাজী রফি উদ্দিন, এ্যাডভোকেট কামরুল হাসান, কাজী শহিদুল ইসলাম, কাজী শামীম ইমাম সাচ্চু, মোঃ দুলাল শেখ, স্বাস্থ্য সহকারী আঃ হালিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

error: দুঃখিত!