মুন্সিগঞ্জ, ৩ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার বীরতারা ইউনিয়ন পরিষদে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এসকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু’র সভাপতিত্বে ও এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম খান।
বীরতারা ইউনিয়ন পরিষদের সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহাঙ্গীর শেখ, শেখ রমজান, আয়নাল শেখ, মোঃ খোকন, আল-আমীন শেখ, আওলাদ হোসেন, সংরক্ষিত নারী ইউপি সদস্য শিল্পী বেগম ও শ্রীনগর উপজেলা বিকল্প যুবধারার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জয়নাল আবেদীন সুমন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সংগীত পরিবেশন করেন কন্ঠ শিল্পী রুনা বিক্রমপুরী।