“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুখি থাকি” এই স্লোগানকে সামনে রেখে শ্রীনগরে মশক নিধন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশক্রমে বুধবার সকাল ১০টা থেকে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে একযোগে উপজেলা ভূমি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিস এবং উপজেলার সকল সরকারি-বেসকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রধানের নের্তৃত্বে নিজ নিজ প্রতিষ্ঠান গুলোতে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় মশক নিধন ও মশকবাহিত রোগ সম্পর্কে জনসচেতনতায় ডেঙ্গু কি? ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রাথমিক ব্যবস্থাপনা ও এর প্রতিরোধে করণীয় সম্পর্কে লিফলেট, মশক নিধনের উপকরণ বিতরণ এবং র্যালি করা হয়েছে।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।