মুন্সিগঞ্জ, ১ ডিসেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে এ কর্মসুচি পালিত হয়।
কামরগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মোঃ আসাদুজ্জামান।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কামারগাঁও আল আমিন সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির চেয়াম্যান মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ মোঃ জাফর ইকবাল, মোঃ সামছুল আলম, সাদ্দাম হোসেন, জহির বেপারী, আতাহর বেপারী, মুফতি আরিফুল ইসলাম, মোঃ রোমান, আঃ হামিদ, নিলকমল দাস, শেখ তারগ আলী, ফনিসুত্রধর প্রমুখ। পরে বলাশুর, আল আমিন ও কামারগাঁও বাজারে প্রায় ৩ হাজার জনসাধারণের মাঝে মাক্স বিতরণ করা হয়।