মুন্সিগঞ্জের শ্রীনগরে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার সময় ঢাকা-মাওয়া মহাসড়কের ষোলঘর ভুইচিত্র কবরস্থানের সামনে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, মাওয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় পেছন থেকে বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক দিলীপ রাজবংশী (৪০) ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সে ঢাকা যাত্রাবাড়ী এলাকার গোবিন্দ্র চন্দ্র রাজবংশীর ছেলে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানান, লাশটি ষোলঘর স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে। পরিবারের সদস্যরা আসলে সিদ্ধান্ত নেয়া হবে লাশ ময়না তদন্ত হবে না ময়না তদন্ত ছাড়া লাশ পরিবার বুঝে নিবে।