১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:১৯
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে নদী রক্ষা কমিটির সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ জুন, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার নদী ও খালের সীমানা নির্ধারণ ও জেলা পরিষদ থেকে লিজ এনে নিয়মের বাইরে গিয়ে সরকারী খাল ও জলাশয় দখল প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ গ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, সিনিয়র মৎস অফিসার সমির কুমার বসাক, সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশান ফিরদৌস, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ইউনিয়ন সহকারী ভূমি অফিসার বৃন্দ, ব্র্যাক প্রতিনিধি প্রমুখ।

error: দুঃখিত!