মুন্সিগঞ্জ, ৮ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
গতকাল সোমবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণব কুমর ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আনোয়ার হোসেন খান প্রমুখ।