মুন্সিগঞ্জের শ্রীনগরের ফেরিঘাট বাসস্ট্যান্ড থেকে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ( র্যাব)।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় গোয়ালীমান্দ্রাগামী রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের মুুন্সিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সাইজুদ্দিন (৪৫) এবং মো. জাহাঙ্গীর মোল্লা (৩৩) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। সেসময় তাদের দেহ তল্লাশি করে ৩৭২টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাদক আইনের একটি মামলা দিয়ে রাতেই তাদের শ্রীনগর থানায় সোর্পদ করা হয়েছে বলেও জানান মাসুদ আনোয়ার।