মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কুকুটিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা আ.লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সেলিম আহমেদ ভূঁইয়া।
কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বলের সঞ্চালিত অনুষ্ঠানে এ সময় আরো ছিলেন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মহাসিন, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সহ সভাপতি শাজাহান চিস্তী, যুগ্ন সাধারণ তাজুল ইসলাম, কুকুটিয়া ইউপি সচিব পারভেছ দেওয়ান, সমাজসেবক গোলাম হোসেন তালুকদার, সিরাজ শেখ, ইউপি সদস্য ইউনুছ খান, রতনকান্তী বাবুল চৌধুরী, সোলায়মান খান, মোকশেদুর রহমান, মো. কাইয়ুম মিন্টু, সুলতান বেপারী, আনজাম মাসুদ লিটন, নজরুল ইসলাম শেখ, রাশেদ শেখ, রেখা বেগম, ফরিদা ইয়াসমিন, জাকিয়া সুলতানা রোজী, সাবেক ইউপি সদস্য মো. রফিক সরদার, আজিম হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সাজু, যুবলীগ নেতা সাজন, তোফায়েল আহমেদ, ইমরান হোসেন মানিক, ফিরোজ তালুকদারসহ মেহেদী হাসান রিয়াজ প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন কুকুটিয়া বাজার জামে মসজিদের ইমাম মুফতী আব্দুল বাতেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় কুকুটিয়া ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ গণটিকাদান কর্মসূচি পালিত হয়। ট্যাগ অফিসার আব্দুল বাকী জানান, এই কর্মসূচির আওতায় ইউনিয়নের ১৫ শতাধিক নারী-পুরুষকে করোনা টিকা প্রদান করা হবে।