মুন্সিগঞ্জ, ২২ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জাতীয় শোক দিবস-২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের মিরকাদিমে খাদ্যসামগ্রী ও গণভোজ বিতরণ করা হয়েছে।
আজ রোববার (২২ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মিরকাদিমের দরগাহবাড়ি, মিরাপাড়া, নুরপুর (গ্রীণ ওয়েল ফেয়ার) পূর্বপাড়া (বটতলা), রামগোপালপুর, তিলারদিচর, নগর কসবা, এনায়েতনগর এলাকায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৩ হাজার মানুষের মাঝে চাল, ডাল, তৈল, লবণ, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও গণভোজ হিসেবে সাধারণ মানুষের মাঝে খিচুরি ও বিরিয়ানি বিতরণ করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২২ তম দিনের মত তিনি এই কর্মসূচিতে অংশ নেন।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্যদের প্রতি দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম, সাবেক ছাত্রনেতা ও পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মনিরুজ্জামান শরিফ, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসু, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ কালাম, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রহিম বাদশা, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আওলাদ হোসেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর জলিল মাদবর, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন চৌধুরী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর দ্বীন ইসলাম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন মিয়া, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর টুলু, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল মিয়া, ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর আসমা আক্তার, প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী শফিউদ্দিন, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, পৌর ছাত্রলীগ সভাপতি খালিদ মোহাম্মদ রকি, মিরকাদিম পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সেকান্দর হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সিজু প্রমুখ।