মুন্সিগঞ্জ, ২৪ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জাতীয় শোক দিবস-২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে দিনব্যাপী খাদ্যসামগ্রী ও গণভোজ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রযোগিনী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আটপাড়া, শুয়াপাড়া, পুকুরপাড়া, বজ্রযোগিনী বাজার, চূড়াইন, আজিমপুড়া, মদিনাবাজার, ভাঙ্গা, রামশিং, সাত্রাপাড়া এলাকায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রায় ২ হাজার মানুষের মাঝে চাল, ডাল, তৈল, লবণ, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও গণভোজ হিসেবে সাধারণ মানুষের মাঝে খিচুরি ও বিরিয়ানি বিতরণ করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৪ তম দিনের মত তিনি এই কর্মসূচিতে অংশ নেন।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্যদের প্রতি দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, বজ্রযোগিনী ইউনিয়নের চেয়ারম্যান তোতা মিয়া মুন্সি, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শেখ জাহাঙ্গীর আলম জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, বজ্রযোগিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিন হোসেন, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মোহাম্মদ রাজেকুল শেখ, ইউপি সদস্য আবুল কাশেম তারা, মহিলা ইউপি সদস্য জিয়াসমিন আক্তার, বজ্রযোগিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ মোল্লা, সহ সভাপতি সমশের আলী বেপারী, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, স্থানীয় সমাজসেবক বাবু মুন্সি প্রমুখ।