মুন্সিগঞ্জ, ২৫ আগস্ট, ২০২০, সোহেল টিটু (আমার বিক্রমপুর)
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শিলই ইউনিয়নের পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.সজল আহমেদ মিতালী’র সার্বিক তত্ত্বাবধানে এবং শিলই ইউপি’র ৩নং ওয়ার্ডের সদস্য ও পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দিল মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এতে আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভা কাউন্সিলর জাকির হোসেন বেপারী, কাউন্সিলর আব্দুল মান্নান দর্পণ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবলীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, জেলা পরিষদ সদস্য ও মুন্সিগঞ্জ পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান শরিফ, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান হোসেন বেপারী, সুমন মৃধা, সাগর বেপারী, আল-আমিন বেপারী, ইউপি সদস্য বাসেদ খানঁ, সেলিম মোল্লা, মোহাম্মদ মোস্তফা কামাল, মোঃ মাসুদ রানা, রাজন বেপারী, শেখ জুয়েল, সাইফুল ইসলাম রুবেল, দুলাল খাকী, আমির হোসেন সরদার, জসিম হাওলাদার, শাহিন ঢালি প্রমুখ।