২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:৫১
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ৮ নভেম্বর, ২০১৯, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পদ্মা নদী কিছুটা উত্তাল থাকায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে শনিবার বিকেলে থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে ভোর থেকেই এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকে। তবে সীমিত আকারে ফেরি চলাচল করছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, ভোর থেকে সীমিত আকারে ফেরি চলাচল করলেও বিকেল সোয়া ৩টার দিকে কর্তৃপক্ষ নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করে।

এর আগে ভোর থেকে দুপুর পর্যন্ত নৌরুটে ১০টি ফেরি দিয়ে সীমিত আকারে চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল। 

error: দুঃখিত!