১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:৩৪
শিমুলিয়া-কাঁঠালবাড়ি’র বদলে পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহারের আহবান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ সেপ্টেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

শিমুলিয়া- কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকটে ফেরী চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিআইডব্লিউটি’এর চেয়ারম্যান গোলাম সাদেক।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পদ্মার লৌহজং টার্ণিং পয়েন্ট ও চ্যানেল খনন কাজের অগ্রগতি দেখতে এসে সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান তিনি।

গোলাম সাদেক বলেন, শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে যে কয়টি ছোট ও কে-টাইপ ফেরী চলাচল করতো তা সচল রাখা হচ্ছে।

এছাড়া বিআইডাব্লিউসিসিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুট চালু রাখতে হচ্ছে তাই শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে যাত্রী চাপ দেখা দিলে যাত্রীরা যেন পাটুরিয়া- দৌলতদিয়া হয়ে চলাচল করে।

তিনি আরো বলেন, দুর্ভোগ কমাতে এই রুটে মাঝারি আর ছোট আকারের আরো ফেরি বাড়ানো দরকার। ফেরীর চ্যানেলে পলি আসা বন্ধ করা যাবে না, তবে সার্বক্ষনিক ড্রেজিং করে চ্যানেল সচল রাখার কাজ চলছে। লৌহজং টার্ণিং, চাইনিজ চ্যানেল সহ মোট ৩টি চ্যানেলের একটি পলি পরে বন্ধ হলে আরেকটি দিয়ে ফেরী চলছে, তবে এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে ড্রেজার স্থানান্তর করা সহজ নয়। আপাতত কিছুদিন এভাবে চললে আগামী কিছুদিনের মধ্যে সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে।

উল্লেখ্য, নাব্যতা সংকট ও পদ্মার পানি কমে যাওয়ায় চ্যানেল সরু হওয়ার কারণে গেল শনিবার থেকে রাতের বেলা শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখছে ঘাট কর্তৃপক্ষ। একই কারণে দিনের বেলায়ও ব্যাহত হচ্ছে চলাচল। এতে প্রতিদিনই ভোগান্তিতে পরছে এ রুটে চলাচলকারী যাত্রীরা।

error: দুঃখিত!