ঈদে ঘরমুখো মানুষের চাপে দক্ষিণ বঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে যানজট তৈরি হয়েছে; পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক গাড়ি।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. নাসির উদ্দিন জানান, “শুক্রবার ভোর থেকে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করে। বেলা পৌনে ১টা থেকে চার শতাধিক গাড়ি ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে।”
গত কয়েকদিন বৈরী আবহাওয়া এবং নদীতে অস্বাভাবিক ঢেউ থাকায় ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হলেও শুক্রবার পরিস্থিতি ভালো। ১৭টি ফেরি ৮৭টি লঞ্চ ও প্রায় ৫০০ স্পিডবোট দিয়ে পারপার চলছে বলে জানান নাসির।
এদিকে ঘাটের নিরাপত্তা ও ঈদে ঘরমুখোদের পারাপার নির্বিঘ্ন করতে আইন- শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জেলার পুলিশ সুপার মোহাম্মদ জয়েদুল আলম পিপিএম (বার) জানান।
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, শিমুলিয়া ঘাটের সার্বিক নিরাপত্তায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বক্ষণ ঘাটে অবস্থান করছেন।