মুন্সিগঞ্জ, ২৬ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া লঞ্চ ঘাটে দুই লঞ্চের মধ্যে চাপা পড়ে এক লঞ্চের স্টাফ নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে শিমুলিয়া ঘাটে এ দুর্ঘটনায় এমভি মায়ের দোয়া নামের লঞ্চের লস্কর আবু তাহের জাহিদ (২৮) গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
শিমুলিয়া ঘাটের নদীবন্দর কর্মকর্তা সোলাইমান জানান, ঘাটে দুই লঞ্চের মধ্যে চাপা লাগলে চাপের মধ্যে পড়ে লঞ্চের এক স্টাফ গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। মারা যাওয়া ওই স্টাফ স্থানীয় একটি লঞ্চের লস্কর পদে নিয়োজিত ছিলেন।
মাওয়া নৌ-পুলিশের ইনর্চাজ আবু তাহের মিয়া জানান, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা এমভি মায়ের দোয়া নামের লঞ্চটি শিমুলিয়া ঘাটে যাত্রী নামিয়ে পিছন দিকে যাচ্ছিলো। এ সময় বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে আসা অর্পন নামের লঞ্চটি ঘাটে ভিড়ার সময় দুই লঞ্চের সংঘর্ষ হলে দুই চঞ্চের মধ্যে চাপা পরে লস্কর আবু তাহের জাহিদ। এ সময় সে মারা যায়।
নিহত আবু তাহের ওরফে জাহিদের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।