লাইফষ্টাইল ডেস্কঃ
আমরা অনেকেই হয়তো সেক্সের আগে অনেক খাবার খেয়ে থাকি। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না, কোন খাবারগুলো সেক্স করার আগে খাওয়া উচিত নয়। নিম্নে সেই খাবারগুলোর তালিকা তুলে ধরা হলোঃ
১. এনার্জি ড্রিংক।
২. ওটমিল।
৩. খাবারের পর ফল।
৪. মদ্যপান।
৫. ক্যানে ভরা খাবার/সংরক্ষিত খাবার।
৬. দুধের ছানা/টোফু।
৭. ফ্রেঞ্চ ফ্রাই।
৮. টনিক ওয়াটার।
৯. পুদিনা পাতা।
১০. ফাস্টফুড, বিশেষ করে হটডগ এবং বার্গার।
সুতরাং স্বাভাবিক খাবার খান। জীবনকে স্বাভাবিক রাখুন।