২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৭:২৪
লৌহজংয়ে পদ্মার চর থেকে শিশুর মরদেহ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

উপজেলার শিমুলিয়া সীবোট ঘাট সংলগ্ন পদ্মার বালুরচরে এমদাদুল হক (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশু শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকার নাদিম ফকিরের ছেলে।

বৃহস্পতিবার সকাল ১০টায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

পরে দুপুরে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, সকালে লৌহজং এর পদ্মার বালুরচর এলাকাবাসী মরদেহ দখেতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শিশুটির মাথায় আঘাতের চিন্হ রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

error: দুঃখিত!