১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে ও কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে মুন্সিগঞ্জের শ্রীনগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাবের সামনে ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে লেখকসহ সকলের মত প্রকাশের পথ মুক্ত করার আহবান জানিয়ে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে আটক লেখক মুশতাক আহমেদের মৃত্যু কোন ভাবেই মেনে নেওয়া যায় না। স্বাধীন দেশে আইনের এমন বেড়াজাল তৈরি করে মুক্ত চিন্তার পথরুদ্ধ করা কোন ভাবেই কাম্য নয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি লেখক মুজিব রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিক্রমপুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি সুমন্ত রায়, সহ সভাপতি তাপস কুমার দাস, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, লেখক ও সাংস্কৃতিক কর্মী মেহেদী হাসান শাহবাৎ, আমির হাসান মিলন, উজ্জ্বল দত্ত, দেওয়ান আবুল হাশেম, শুভ্র সরকার, শাহ নেওয়াজ খান, সান্দ্র মোহন্ত, ইকবাল হোসেন বাবুল, তাইজুল ইসলাম উজ্জ্বল , মো. হাসান প্রমুখ। 

error: দুঃখিত!