২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:২৭
লঞ্চ দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুতে হরগঙ্গা কলেজ অধ্যক্ষের শোক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ মার্চ, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

শীতলক্ষ্যায় মুন্সিগঞ্জগামী লঞ্চ দুর্ঘটনায় নিহত কলেজ শিক্ষার্থী স্মৃতি রানীর মৃত্যুতে শোক জানিয়েছেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাই তালুকদার।

স্বাক্ষরিত শোকবার্তায় তিনি বলেন, ‘সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ এর দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী স্মৃতি রানী, পিতা-জয়রাম, গ্রাম-ইসমানিরচর (জেলেপাড়া) থানা- গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ, ২০/০৩/২০২২ খ্রিস্টাব্দে শীতলক্ষ্যা নদীতে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় মৃত্যবরণ করেন।’

‘আমরা সরকারি হরগঙ্গা কলেজের সকল শিক্ষক,কর্মচারী ও সকল শিক্ষার্থী তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

error: দুঃখিত!