মুন্সিগঞ্জ, ২৮ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনায় বিপর্যস্ত ও লকডাউনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য মুন্সিগঞ্জ জেলায় ২১ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীনদের মাঝে মানবিক সহায়তা প্রদানের জন্য এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি- শাখা ১ জানিয়েছে।
মুন্সিগঞ্জ ছাড়াও দেশের ৬৪টি জেলায় ১১ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।