মুন্সিগঞ্জ, ২৯ জানুয়ারি, ২০২০, রুবেল মাদবর (আমার বিক্রমপুর)
শীতের হিমেল হাওয়ায় আনন্দের উচ্ছাসে রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের স্কুল মাঠে দিনব্যাপী এই কর্মসূচি অনু্ষ্ঠিত হয়।
মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র ও রিকাবী বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আবদাল হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহম্মেদ। অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়।
অনুষ্ঠান উদ্ধোধন করেন মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মিরকাদিম পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাম্মদ সানোয়ারা বেগম, বনার্লী স্যাটেলাইট এর চেয়ারম্যান মোঃ বাবুল আহম্মেদ, রিকাবী বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোঃ বছির আহম্মেদ, মোঃ শাহাজালাল, সমাজ সেবক মোঃ আব্দুল হক রাজু, প্রাক্তন ছাত্র মোঃ তানজুর ইসলাম, প্রাক্তন ছাত্র মোঃ দিদার হোসেন।
আরও উপস্থিত ছিলেন, রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডল। রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাংবাদিক চ্যানেল ফোর টিভি ও দৈনিক গণমুক্তির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রুবেল মাদবর, রিকাবী বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ও সৃষ্টি টিভির মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ লিটন মাহামুদ প্রমুখ।