নাগরিকদের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা দুই পক্ষের বিরোধ নিরসন করে প্রশংসিত হয়েছেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
২০১৮ সালের ঈদ উল ফিতরের দিন মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকার পাখি গলি নামক একটি মহল্লায় এক শিশু হেটে যাবার কিছুক্ষন আগে ভাঙ্গা দেয়ালের খন্ড অংশ নিচে পরে, অল্পের জন্য রক্ষা পায় কোমলমতি শিশুটি। তখন বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এরপরে বিষয়টি মেয়র বিপ্লবের নজরে আসলে দীর্ঘদিন ধরেই মীমাংসার জন্য নিজেদের মধ্যে সমঝোতার কথা বলছিলেন মেয়র। এতে কাজ না হলে গতকাল (০৮ ই জানুয়ারি) সরেজমিনে গিয়ে নাগরিক ভোগান্তির সমাধান করে দিয়ে আসেন বিপ্লব।
পৌরসভা সূত্রে জানা যায়, মেয়র বিপ্লব এর নির্দেশে ৩ ফিট পাখি গলির রাস্তাটি ৬ ফিট প্রশস্ত ও ৪০০ মিটার লম্বায় বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে মুন্সিগঞ্জ পৌরসভা।
এলাকাবাসীর অভিযোগ, বিএনপি থেকে নির্বাচিত সাবেক পৌর মেয়র ইরাদত মানু মেয়র থাকাকালীন সময়ে এই বিষয়টি নিয়ে দফায় দফায় গিয়েও কোন প্রতিকার পাননি তারা।
এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন, মহল্লার কতিপয় এক ব্যক্তি পাশের বাড়ির মালিকের সাথে আলাপ করে টাকা হাসিলের উদ্দেশ্য এই রাস্তাটি বন্ধ করে দেন। পরবর্তিতে মেয়র ফয়সাল বিপ্লব এর নির্দেশে রাস্তাটি যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু পাখি গলির ডানপাশের বাড়ির মালিক পিছনের সাধারণ মানুষদের কে যাতায়াতের জন্য তিনফুট রাস্তা ছেড়ে দেয়াল নির্মাণ করেন।