৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৭:২৯
রামপালে মোশাররফ মোল্লার নির্বাচনী প্রচারণায় অানিস
খবরটি শেয়ার করুন:

রামপাল প্রতিনিধিঃ সদর উপজেলার রামপাল ইউনিয়নের অাসন্ন নির্বাচনে বাংলাদেশ অাওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী মোঃ মোশাররফ হোসেন মোল্লার নির্বাচনী প্রচারণায় নেমেছেন উপজেলা অাওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অানিসুজ্জামান অানিস।

অাজ ২৩এপ্রিল রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া চৌরাস্তা ও পানহাটা গ্রামে মোশাররফ মোল্লার নির্বাচনী ক্যাম্পে উপস্থিত হয়ে অায়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে ভোট চেয়ে বক্তব্য রাখেন তিনি।

অানিসুজ্জামান অানিস তার বক্তব্যে যে কোন মূল্যে ‘নৌকা’ প্রার্থীর জয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যেতে নেতা-কর্মীদের নির্দেশনা দেন। তিনি দুটি ক্যাম্পেই নৌকা মার্কার পক্ষে ভোট চেয়ে দীর্ঘক্ষন বক্তব্য রাখেন। এরপরে পায়ে হেটে ঘুড়ে ঘুড়ে ভোট প্রার্থনা করেন অানিস।

এসময় তার সাথে চেয়ারম্যান প্রার্থী মোশাররফ মোল্লা সহ স্থানীয় অাওয়ামীলীগ-ছাত্রলীগ-যুবলীগ সহ স্থানীয় বয়োজ্যেষ্ঠ লোকজন অংশ নেন।

error: দুঃখিত!