রামপাল প্রতিনিধিঃ চতুর্থ দফায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে বাংলাদেশ অাওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দিন পার করছেন।
প্রতীক বরাদ্দের পরেই নির্বাচনী অাচরণ বিধী মেনে প্রচারণায় নেমেছেন তিনি। তার সাথে রয়েছেন রামপাল ইউনিয়ন অাওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের ঘড়ে ঘড়ে ঘুরে ‘নৌকা’ প্রতীকে ভোট চাইছেন তিনি।
ভোট চাওয়ার অভিজ্ঞতা ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে অাজ ‘অামার বিক্রমপুর’ এর সাথে একান্ত অালাপকালে মোশাররফ হোসেন মোল্লা বলেন, ‘শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট চাইতে গিয়ে অামি নতুন এক অভিজ্ঞতা অনুধাবন করেছি। সাধারণ মানুষ ব্যক্তিগতভাবে অামাকে পছন্দ করলেও উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার প্রতি তাদের ভিন্নরকম অনুভূতি কাজ করে।
এখানে তার প্রতীদ্বন্দীরা হচ্ছেন, বিএনপি মনোনিত প্রার্থী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোশাররফ পুস্তির ছোট ভাই সদর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন পুস্তি। তবে এখানে তার জনপ্রিয়তা একেবারেই কম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে অাছেন একসময়ের ডাকাত বাহিনী’র প্রধান বাচ্চু শেখ। তিনি অানারস প্রতীকে নির্বাচন করলেও জনপ্রিয়তায় বিএনপি প্রার্থী থেকেও পিছিয়ে। সে হিসেবে সুবিধাজনক অবস্থানেই অাছেন অাওয়ামীলীগের প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা।