মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন থেকে নিখোঁজের দুই দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আকাশ নামের এক কিশোর (১৬) কে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর আড়াইটার দিকে বল্লাল বাড়ির একটি নির্মাণাধীন ঘরের মেঝের বালুর ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরমান কুড়িগ্রামের ওমর আলীর ছেলে। গত চার মাস ধরে বল্লাল বাড়ির এলাকার কবীর হোসেনের বাড়িতে ভাড়া থাকেন ওমর আলী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সদর উপজেলার রামপাল ইউনিয়ন এর বল্লাল বাড়ি থেকে হারিয়ে যায় শিশু আরমান। দুই দিন খোঁজাখুঁজির পর ছেলেটিকে কোথাও পাওয়া যায়নি। শনিবার দুপুর আড়াইটার দিকে একই এলাকার কিশোর আকাশ ছেলেটির খোঁজ দেয়ার পর বালুর ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অভিযোগ নেয়া হয়েছে বলেও জানান ওসি।