২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৬:৩৯
রাতে তুমুল ঝড়, সকাল থেকে বিদ্যুৎ নেই মুন্সিগঞ্জ সদরের বেশিরভাগ এলাকায়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা সদরের বেশ কয়েকটি এলাকার উপর দিয়ে গতকাল রোববার দিবাগত রাতে তুমুল ঝড় ও শিলাবৃষ্টি হয়ে যায়। এসময় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন।

ফলে সোমবার সকাল ১১ টা পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছে মুন্সিগঞ্জ সদরের বেশিরভাগ এলাকা।

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মো. হাদিউজ্জামান বলেন, রাতে সংগঠিত বজ্রসহ শিলাবৃষ্টিতে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন মুন্সিগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলাতে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে এবং এখনো কিছু গ্রাহক বিদ্যুৎ সরবরাহের বাইরে আছেন। আমাদের সহকর্মীগণ ঝড় থামার পরে রাত হতেই মাঠে আছেন এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লাইনের উপরে ব্যাপক পরিমাণ গাছপালা পরে থাকা, বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়াসহ সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হওয়ায় তা পুন:স্থাপনের জন্য কিছু সময় লেগে যাবে। এ কারণে সকলের কাছে ধৈর্য ও সহযোগিতা কামনা করছি।

error: দুঃখিত!