৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৮:০১
Search
Close this search box.
Search
Close this search box.
রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের যোগ্য নন সানিয়া, কোর্টের স্থগিতাদেশ!
খবরটি শেয়ার করুন:

কিছুদিন পূর্বে গ্র্যান্ডস্লামের ডাবলসে জয় লাভ করে ভারতীয় হিসেবে ইতিহাস সৃষ্টি করেন সানিয়া মির্জা। ভারত সরকারও চেয়েছিল সানিয়ার এই অর্জনকে স্মরণীয় করে রাখতে। এ কারণেই দেশটির খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ সম্মাননা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।

তবে প্যারালিম্পিয়ান গিরিশার আবেদনের ভিত্তিতে ভেস্তে যেতে যাচ্ছে সানিয়ার এই পুরস্কার প্রাপ্তির বিষয়টি।

২০১২ লন্ডন প্যারিলম্পিকে রূপো ও ইঞ্চিয়ন এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী গিরিশার দাবি পয়েন্ট সিস্টেম অনুযায়ী তিনিই এবারের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের যোগ্যতম ক্রীড়াবিদ। তার এই দাবির ভিত্তিতেই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রদানে স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট।

নিজের যুক্তির স্বপক্ষে গিরিশা বলেছেন, ক্রীড়ামন্ত্রকের পারফরম্যান্স ভিত্তিক পয়েন্ট সিস্টেম অনুযায়ী তিনি বাকি ক্রীড়াবিদের টপকে ৯০ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে আছেন, তাই তিনিই এবার দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মানের যোগ্যতম ব্যক্তি।

এমনকি পয়েন্ট সিস্টেম অনুযায়ী সানিয়া প্রথম দিকেই নেই বলে জানান গিরিশা।

বিখ্যাত এই প্যারালিম্পিয়ান বলেন, ‘আমি বুঝেছি সানিয়া গ্র্যান্ডস্লামের মত পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু ২০১১ সালের পর থেকে মন্ত্রকের নতুন নিয়ম অনুযায়ী, কেবলমাত্র অলিম্পিক, প্যারালিম্পিক, এশিয়াড, কমনওয়লেথ গেমস, ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সই রাজীব খেলরত্নের জন্য বিবেচিত হবে।’

এদিকে ডাবলসে গ্র্যান্ডস্লাম জিতে প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে ইতিহাস গড়েন সানিয়া। লিয়েন্ডার পেজের পর প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে তিনিই দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মানে ভূষিত হতে যাচ্ছিলেন।

error: দুঃখিত!