১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ২:১০
রাজন হত্যায় কামরুল সহ চার জনের ফাঁসির আদেশ
খবরটি শেয়ার করুন:

আলোড়ন সৃষ্টি করা শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় প্রধান অভিযুক্ত কামরুল ইসলাম সহ চার জনকে ফাঁসির আদেশ দিয়েছে।

এছাড়া অভিযুক্ত আরও সাত জনকে সাত বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালত কিছুক্ষন আগে এই রায় ঘোষণা করে।

প্রায় চার মাস আগে রাজনকে পিটিয়ে হত্যা করা হয়েছিলো চুরির অভিযোগ তুলেএবং নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিলো মামলার অভিযুক্তরা।

এটি দেশব্যাপী তোলপাড় ও তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

এরপর দ্রুততম সময়ের সময়ে মামলা, অভিযোগপত্র দাখিল, যুক্তিতর্ক শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো।

মামলার তদন্ত শেষ করে গত অগাস্টে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এর মধ্যে সৌদি আরব থেকে ফিরিয়ে আনা হয়েছে মামলার মুল অভিযুক্ত কামরুল ইসলামকে, যিনি হত্যাকাণ্ডের পরপরই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন।

গত ২২শে সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এই হত্যা মামলার বিচার শুরু হয়।

error: দুঃখিত!