২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৫:৫৪
যৌথ প্রযোজনার ছবিতে জিতের পারিশ্রমিক ১ কোটি
খবরটি শেয়ার করুন:

১৬ জানুয়ারি ‘ঢালিউড২৪’-এ সংবাদ প্রকাশিত হয়েছিল ‘জলির বদলে জিতের নায়িকা ফারিয়া’। ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে যৌথ প্রযোজনার ‘বাদশা’ ছবিতে জিত-জলি’র জুটিবদ্ধ হওয়ার খবর প্রকাশ পায়। বিশ্বস্ত সূত্র খবরটি নিশ্চিত না করায় ‘ঢালিউড২৪’ অনুসন্ধানে নামে ‘বাদশা’র প্রকৃত কাষ্টিংয়ের খোঁজ জানতে। জানা যায়, জলি নয়, জিতের নায়িকা হচ্ছেন নুসরাত ফারিয়া।

‘বাদশা’র বাংলাদেশ অংশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সেই সময় এই সংবাদ অস্বীকার করেন। এবার ‘ঢালিউড২৪’ এর খবরের সতত্য নিশ্চিত হলো ভারতের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’য় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর। গত ২৯ জানুয়ারি জিতের নতুন ছবির খবর দেয় পত্রিকাটি। যাতে বলা হয়, এসকে মুভিজের পরবর্তী ছবির নায়ক জিত। এতে অভিনয় করবেন বাংলাদেশের ফারিয়া। ছবিটি পরিচালনা করবেন বাবা যাদব। ছবির শুটিং হবে বাংলাদেশে। ছবিটি রিলিজ পাবে আগামী ঈদে।

এ ছবিতে জিত পারিশ্রমিক নেবেন ১ কোটি রুপি। এই অংকের পারিশ্রমিক আজ অবধি কোনো টালিউড অভিনেতা নিতে পারেননি। জিতের এই আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে এখন তোলপাড় চলছে টালিগঞ্জে। এই পরিমাণ পারিশ্রমিক দেয়ার সামর্থ্য ইন্ডাষ্ট্রির আছে কিনা তা নিয়ে আলোচনার টেবিল গরম হচ্ছে। অনেকেই এতো পারিশ্রমিকের বিরোধিতা করেছেন। তারা বলছেন, ছবির টাকা উঠানো কখনোই সম্ভব নয়। আবার অনেকে বলছেন, মূলত এ কারণেই ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।

-ঢালিউড২৪

error: দুঃখিত!