২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১০:৫৩
যুবলীগের সভাপতি অাক্তারুজ্জামান রাজিব কে জড়িয়ে প্রকাশিত সংবাদের জন্য দু:খ প্রকাশ
খবরটি শেয়ার করুন:

সম্প্রতি ‘মুন্সিগঞ্জে অাওয়ামী ক্যাডারদের অস্র মহড়া-গুলিবর্ষন বৃদ্ধা নারী অাহত’ শিরোনামে একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি অাক্তারুজ্জামান রাজিব।

সংবাদে প্রকাশিত এই অংশের প্রতিবাদে জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়্যারম্যন অানিসুজ্জামান অানিস এর কনিষ্ঠপুত্র অাক্তারুজ্জামান রাজিব বলেন, ‘ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না, তাকে জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশ উদ্দেশ্যপ্রণোদিত’

প্রতিবাদ জানানোর পর ‘অামার বিক্রমপুর’ এর নিজস্ব অনুসন্ধানে বেড়িয়ে এসেছে যে, প্রকৃতপক্ষে মূল ঘটনার সময় অাক্তরুজ্জামান রাজিব উপস্থিত ছিলেন না।

সুতরাং এ ধরনের সংবাদ সম্পাদকীয় দৃষ্টিকোণ থেকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মনে হয়েছে। তাই সংবাদ থেকে ঐ অংশ মুছে দেয়া হয়েছে এবং এজন্য জেলা যুবলীগের সভাপতি অাক্তারুজ্জামান রাজিব এর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে একই সাথে সংশ্লিষ্ট প্রতিবেদককে পত্রিকা থেকে অব্যহতি দেয়া হয়েছে।

প্রিয় পাঠক এ ধরনের অসাবধানতা বশত সংবাদ প্রকাশের সম্পূর্ণ দায়ভার অামাদের কাধে নিয়ে অামরা দুঃখ প্রকাশ করছি এবং এ ধরনের সংবাদ প্রকাশে ভবিষ্যতে অারও সতর্ক হওয়ার প্রতিজ্ঞা করছি।

-বার্তা সম্পাদক, অামার বিক্রমপুর।

error: দুঃখিত!