১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৫৬
Search
Close this search box.
Search
Close this search box.
মোল্লাকান্দি থেকে তাজা ককটেল উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মোল্লাকান্দি থেকে দুটি বালতিতে ভর্তি তাজা ককটেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর মধ্যপাড়া মস্তান বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫-২০ টি তাজা ককটেল উদ্ধার করা হয়৷

ওসি জানান, ককটেল উদ্ধারের ঘটনায় জড়িতদের চিন্হিতের চেষ্টা চলছে।। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷

স্থানীয়রা জানান, ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. শফিকুল ইসলামের সমর্থক শাহ আলম মস্তানের ছেলে রোমান (২৫) এর বাড়ির সামনের পুকুর পাড় থেকে লুকানো অবস্থায় এই ককটেল উদ্ধার করা হয়। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করতে তারা এই ককটেল মজুদ করেছিলো।

error: দুঃখিত!