৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১:৩৬
Search
Close this search box.
Search
Close this search box.
মোল্লাকান্দির আলোচিত তুহিন হত্যা মামলার আসামি জাকির গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে আলোচিত তুহিন হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি জাকির সরকারকে (২৪) গ্রেপ্তার করেছে টংগিবাড়ী থানা পুলিশ।

জাকির সরকার কংসপুরা গ্রামের মৃত ওলিউল্লাহ্ সরকারের ছেলে। সে টংগিবাড়ী থানায় দায়েরকৃত তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নং আসামি।

গত ১৩ মার্চ সোমবার সন্ধ্যায় টঙ্গিবাড়ী উপজেলার পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার পথে তুহিন সরকারকে তুলে নিয়ে একদল লোক বেধড়ক মারধর করে। রাত ৯টার দিকে আহত অবস্থায় তুহিনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাত ও মাথার পেছনে জখম হওয়ায় অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

পরে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তুহিনের মৃত্যু হয়। এ ঘটনায় টংগিবাড়ী থানায় ২৫ জনের নাম উল্লেখ করে নিহত শাহ কামাল তুহিনের বাবা আলম সরকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর অভিযুক্ত আসামীরা বিভিন্নভাবে মামলা তুলে নিতে তুহিনের বাবা আলম সরকারকে হুমকি দিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে গত ৭ এপ্রিল টংগিবাড়ী থানায় তিনি আরেকটি অভিযোগে জানান।

টংগিবাড়ী থানার ওসি রাজিব খান জানান, বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়নের কংসপুরা নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকে পুলিশ রিমান্ড আবেদনসহ মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!