মুন্সিগঞ্জ ৭ অক্টোবর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই সভাপতি প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৫০ জন আহত হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার চরডুমুরিয়া বাজার ঈদগাহ মাঠে সম্মেলন চলাকালীন এ ঘটনা ঘটে।
সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারি ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খান এবং সভাপতি প্রার্থী ইউসুফ হাসানের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিসউজ্জামান আনিস পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তাতে কেউ সারা দেয়নি।
পরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া সম্মেলন স্থগিত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলন চলাকালীন সভাপতি প্রার্থী ইউসুফের কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দিতে গেলে সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারি ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খানের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে নারীসহ ৫০ জন আহত হয়।
আহতদের মধ্যে আলমগীর মোল্লা, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাকী আক্তার, মো. খোকন সরকার, শাহ আলম, মো. ইমন হোসেন, জয় হোসেন, ছাত্রলীগ নেতা মাসুদ রানাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, দুপুরে আওয়ামী লীগের সম্মেলন চলাকালীন দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি এবং কেউ লিখিত অভিযোগ দেয়নি।