মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককেে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে ইউনিয়নটির পূর্ব মাকহাটি এলাকার মোহাম্মদ ফারুক হাওলাদারের মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ওই এলাকার মহি হাওলাদারের পুত্র মো. বাবু হাওলাদারকে (২৩) ৪ হাজার দুইশত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক মো. রফিক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।