মুন্সিগঞ্জ, ২০ এপ্রিল, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে ইউপি সদস্যের ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিনগত রাত ১২ টা’র দিকে মোল্লাকান্দি ইউনিয়নের সুমার ঢালি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর জখম ইউপি সদস্যের ছেলে মুন্না ঢালী (২৮) কে স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত মুন্না মোল্লাকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মেজবাহউদ্দিন ঢালীর ছেলে ও সুমার ঢালীকান্দি এলাকার বাসিন্দা।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, পূর্ব বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবককে আহত করা হয়েছে। থানায় কোন অভিযোগ হয় নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।