মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ এর নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক পথনাটক ‘না যানিয়া বিদেশ যাইয়োনা’ মঞ্চস্থ হয়েছে।
বুধবার (১৯ জুন) বিকেল ৩ টায় মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই পথনাটক মঞ্চস্থ করেন ওকাপের নিজস্ব শিল্পীবৃন্দ।
ওকাপ মুুন্সিগঞ্জের মাঠ কর্মকর্তা জনাব ইউজিন ম্রং ‘আমার বিক্রমপুর’ কে জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ তারা মোল্লাকান্দির মহেশপুর এলাকায় বিদেশগামীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূটি পালন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওকাপ মুুন্সিগঞ্জের মাঠ সংগঠক তাইজুল ইসলাম শিহাব।
পথনাটক ‘না যানিয়া বিদেশ যাইয়োনা’ এর কিছু অংশ ভিডিওতেঃ