২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:২৩
মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি
খবরটি শেয়ার করুন:

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ডুবে যাওয়া ট্রলার থেকে সাঁতরে তীরে আসা যাত্রীরা সাংবাদিকদের বলেন, ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হাইমচর থেকে ঈশান বালার চরের দিকে যাচ্ছিল। পথে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘন কুয়াশার কারণে সামনে কিছু দেখা যাচ্ছিল না। বেশ কয়েকজন সাঁতরে তীরে এলেও অন্তত ২০-২৫ জন নিখোঁজ রয়েছে বলে তাঁরা দাবি করেন।

স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেছেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।

error: দুঃখিত!