১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | সন্ধ্যা ৭:৪৮
মেঘনায় অভিযানে ইলিশ মাছ ও কারেন্ট জাল জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ মাছ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আজ শনিবার বিকালে মেঘনা নদীর গজারিয়া অংশে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস, ও গজারিয়া কোস্টগার্ড।

উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল আলম জানান, অভিযানে প্রায় ২৭০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

তিনি জানান, জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

error: দুঃখিত!