২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১১:৫৩
মেঘনায় নৌ ডাকাতিতে আলোচিত বাবলা বাহিনী প্রধান নি.হ.ত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ অক্টোবর ২০২৪, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ-চাঁদপুরের মেঘনা নদীতে নৌ ডাকাতির ঘটনায় আলোচিত নাম বাবলা বাহিনী। হত্যা ও নৌ ডাকাতিসহ ২৫ মামলার আসামি বাহিনী প্রধান উজ্জল খালাসী ওরফে বাবলা (৪২)।

মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চরে নৌ ডাকাতিতে জড়িত আরেক গ্রুপের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাবলা। সে চাঁদপুরের মতলব উত্তর থানার মোহনপুর এলাকার বাচ্চু খালাসীর পুত্র।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনায় জড়িত সন্দেহে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পাঠানো হচ্ছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

error: দুঃখিত!