শিহাব আহমেদঃ মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা বাসি’র দীর্ঘদীনের প্রাণের দাবি বাস্তবায়ন হতে চলেছে অবশেষে। মুন্সীগঞ্জ সদর-গজারিয়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক এ্যডভোকেট মৃণাল কান্তি দাসের আপ্রাণ চেষ্টায় শীঘ্রই নতুন করে সংস্কার কাজ শুরু হতে যাচ্ছে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া’র চলাচলের প্রায় অনুপযোগী সকল সড়কগুলোর।
মুন্সীগঞ্জ সদর উপজেলা’র ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু (মুক্তারপুর ব্রিজ) এর নিচেঁর অংশ থেকে শুরু হয়ে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট পর্যন্ত ও গজারিয়া উপজেলা’র বেশ কয়েকটি স্থানের সড়ক নিয়ে এ অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদীন ধরেই আক্ষেপ-অভিযোগ আছে। এ নিয়ে জাতীয় প্রায় সবকয়টি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ধারাবাহিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও নিজেদের একগুয়েমি অবস্থান থেকে একচূলও নড়েনি সংশ্লিষ্ট কতৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তাদের খামখেয়ালী’র কারনে এর আগে একবার কাজ চূড়ান্ত হলেও আলোর মুখ দেখেনি আর। এই রাস্তা দিয়ে চলাচল করা যাত্রী-সাধারণেরা বারবার বিষয়টি তুলেছেন জেলা-উপজেলা পর্যায়ে। তাতেও কাজ হয়নি।
বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ে গত মার্চে বিআরটিসি’র উন্নত বাস সার্ভিস মুন্সীগঞ্জে উদ্ভোধন করার সময় করূণ এই সড়কগুলির দ্রুত সংস্কার করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার ঘোষনা দেন মৃণাল কান্তি দাস। এরপরে জাতীয় সংসদেও বিষয়টি তোলেন তিনি। এতেও কোন কাজ না হওয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসার খবর পেয়ে সদ্যসমাপ্ত ঈদ উল আযহা’র আগে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণকে সাথে নিয়ে গজারিয়া’য় মন্ত্রী’র পথ আটকান এই সাংসদ। যা বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায়ও প্রকাশিত হয়। (প্রকাশিত খবরের লিংকঃ মুন্সীগঞ্জের রাস্তাগুলো দ্রুত ঠিক করে দিতে মন্ত্রী’র পথ আটকালেন মৃণাল কান্তি) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঐদিন সাংসদ মৃণাল কান্তি’র কাছে ৭দিনের মধ্যে উল্লেখিত দুই উপজেলা’র সড়কগুলির সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেন।
এবিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ সদর-গজারিয়া আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক এ্যডভোকেট মৃণাল কান্তি দাস জানান, ‘এক থেকে দেড় মাসের মধ্যে উল্লেখিত সড়কগুলোর কাজ পুরোদমে শুরু হবে। নিয়মানুযায়ী পরিচ্ছন্ন ও পেশাদার ঠিকাদারী প্রতিষ্ঠান কেই কাজ দেয়া হবে’। তিনি এসময় আরও জানান, এই সড়কগুলির সংস্কার কাজের জন্য প্রায় ৪০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।