ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পথরোধ করে রাস্তা সংস্কারের দাবি জানালেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
শনিবার দুপুর ১২টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মন্ত্রী ওবায়দুল কাদেরের কুমিল্লা যাওয়ার খবর পেয়ে মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সাংসদ মৃণাল স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে অবস্থান নেন।
এ সময় মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া এলাকা থেকে নির্বাচিত সাংসদ মৃণাল মন্ত্রীর পথরোধ করেন।
সাংসদ মৃণাল বলেন, “আমার নির্বাচনী এলাকার রাস্তাগুলো অনেকদিন যাবত নষ্ট হয়ে আছে। একাধিক বার সংশ্লিষ্ট দপ্তরে জানানোর পরও কোনো কাজ হয়নি। তাই আজ মন্ত্রীর পথরোধ করে বিষয়টি তাকে জানাই।”
সবকিছু শুনে মন্ত্রী সাতদিনের মধ্যে বেহাল সড়কগুলোর সংস্কার কাজ নশুরু করার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।