২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:৫৮
মুন্সীগঞ্জ শহরে ট্রলির ধাক্কায় রিকশাচালক নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জে বালুবাহী ট্রলির ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার এসআই মো. ফয়সাল জানান।

নিহত রিকশাচালক সাহাবুদ্দিন (৬৫) উত্তর চরমসুরার আব্দুলাহ পোদ্দারের ছেলে।

আহতরা হলেন- স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক মুফতি সারওয়ার (৪৩), তার মেয়ে রেহনুমা (৭) এবং ওই মাদ্রাসার ছাত্রী সাদিকা আক্তার (১৩)।

তারা সবাই ওই রিকশার আরোহী ছিলেন। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই ফয়সাল বলেন, সকালে সারওয়ার তার মেয়ে রেহনুমা ও ছাত্রী সাদিকা নিয়ে রিকশায় করে বাসা থেকে মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। পথে বালুবাহী ওই ট্রলি পেছন থেকে ধাক্কা দিলে রিকশার চালক সাহাবুদ্দিন ছিটকে রাস্তায় পড়েন।
“এ সময় ট্রলিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সাহাবুদ্দিনের মৃত্যু হয়।”

সাহাবুদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

error: দুঃখিত!