টঙ্গীবাড়ী উপজেলার দীঘিরপাড় বাসস্ট্যান্ড হতে শুক্রবার বিকেল ৩টায় মানব পাচার মামলার আসামী জাকির হোসেন তাঁতীকে গ্রেফতার করেছে পুলিশ।
সে শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার নপাড়া গ্রামের মৃত জয়নাল তাতীর ছেলে।
টঙ্গীবাড়ী থানার এস আই আ. জব্বার জানান, মুন্সীগঞ্জ আদালতে মানব পাচার আইনে দায়ের করা একটি মামলায় আদালত টঙ্গীবাড়ী থানাকে মামলাটি এফআইআর হিসাবে নেওয়ার আদেশ দেওয়ায় ওই মামলার আসামী জাকির তাতীঁকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
মামলার বাদী আবুল হোসেন জানান, আমার ভাই কাশেমকে দুই মাস আগে ৫লক্ষ টাকার বিনিময়ে মালয়শিয়া নেয়া দুই মানব পাচারকারী জাকির ও খোকন। মালয়শিয়া নেওয়ার পর হতে আমার ভাইয়ের কোন খোঁজ খবর পাচ্ছিনা বিধায় আমি এই দুই মানব পাচারকারীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করি।